শুক্রবার দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার মাগুরা ঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামের্ মৃত্যু কালু সরদারের ছেলে মোঃ আব্দুল কালাম সরকারের ৫বিঘা মাছের ঘেরে গভীর রাতে বিষ প্রয়োগ করে ৫লক্ষ লক্ষ টাকার চিংড়ি ও রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন জাতের মাছ মেরে নিয়ে গেছে।
এলাকাবাসী ও ঘের মালিক জানান অন্যান্য দিনের মতো
রাতে মাছের ঘেরে খাবার দিয়ে আসলে সকালে যেয়ে দেখি
ঘেরে মাছ ভাসছে। ঘেরে নেমে দেখি কিটনাশকের গন্ধ।
এব্যাপারে ডুমুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.