তালা উপজেলার সুজন সাহা বাজারের সার ও কীটনাশক বিক্রেতা রহমান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে মালিক মোস্তাফিজুর রহমান রনিকে নকল কীটনাশক বিক্রয়ের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গত ১২ মার্চ বুধবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা সহকারি পরিচালক ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তানভীর এ জরিমানা প্রদান করেন।
জানাযায়, রনি দীর্ঘদিন যাবত কোম্পানির অনুমোদন ছাড়াই বিভিন্ন নকল কীটনাশক ঔষধ বিক্রয় করে আসছিল।
অভিযোগের ভিত্তিতে ১২ই মার্চ বুধবার দুপুর ২টায় একজন কৃষকের কাছে নকল কীটনাশক বিক্রয়ের সময় সিনজেন্টা কোম্পানির ডিস্ট্রিবিউটার তাকে চ্যালেঞ্জ করে ।
এসময় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা সহকারি পরিচালক ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তানভীর এর শরনাপন্ন হলে ক্ষতিগ্রস্ত কৃষক অদ্যুৎ খাঁ এর অভিযোগের ভিত্তিতে তথ্য প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক রনিকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করেন। এবং উক্ত নকল কীটনাশক গুলো ড্রেনে ফেলে নষ্ট করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.