“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে তালা সদর ইউনিয়নের শেখের হাট বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন।
সমাবেশটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দ্যা রেড জুলাইয়ের এমডি মামুন হাওলাদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, জামায়াতে ইসলামী ইউনিয়ন সেক্রেটারি আব্দুল কুদ্দুস, মেহেদী হাসান, মোঃ মিজানুর রহমান খানসহ আরও অনেকে।
বক্তারা বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে পুলিশ-জনতার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.