বাংলাদেশ স্কাউট সাতক্ষীরার তালা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।
প্রভাষক গাজী আসাদুরজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাঃ মোশারাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, স্কাউট তালা উপজেলা শাখা বিদায় সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
ত্রি-বার্ষিক সম্মেলন পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউট তালা উপজেলা শাখার সভাপতি শেখ মোঃ রাসেল, সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম।
আগামী ৩ বছর কমিটি পরিচালনার জন্য সহ-সভাপতি প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক, রেহেনা আক্তার, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম-সম্পাদক শেখ আনিচুর রহমান, সভাপতি আলমগীর হোসেন, মোঃ শাহাজান আলী, শেখ ফরিদ উদ্দীন, অজয় কুমার মন্ডল ও কমিশনার মোঃ আমিনুর রহমানকে সদস্য নির্বাচিত করে নাম ঘোষণা করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.