সাতক্ষীরা থেকে অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (২৯ মে) র্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার তালা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ১৭.১৫ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার তালা থানাধীন আটারই (খাঁ পাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ আজগর সরদার (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা- মৃত ছকিনা বেগম, সাং-হিজলদী, ইউপি- চন্দনপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা ২। মোসাঃ হাসিনা বেগম (৩৫), স্বামী- মোঃ আমজাদ হোসেন খান, সাং- আটারই, থানা- তালা, জেলা- সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে ২১৭ (দুই শত সতেরো) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার তালা থানায় হস্তান্তর করতঃ আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.