তালা প্রেসক্লাবের মাসিক সভা শনিবার (২ আগস্ট) সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম।
সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক এম এম রোকনুজ্জামান টিপু ও সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস।
এছাড়া কার্যনির্বাহী সদস্য গাজী সুলতান আহম্মেদ, সেলিম হায়দার, জি এম খলিলুর রহমান লিথু এবং সদস্য আজমল হোসেন জুয়েল, মো. ইমরান হোসেন, রিয়াদ হোসেন, তরিকুল ইসলাম, মো. মোতাহিরুল হক শাহিন, তাপস সরকার, মোকলেছুর রহমান ও শামীম হোসেন প্রমুখ সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.