দেবহাটার ইছামতি নদী থেকে পেতে রাখা জালে ধরা পড়লো বিশাল আকৃতির এক কচ্ছপ। দেবহাটার বসন্তপুর শ্লুইচ গেটের পাশ থেকে এই কচ্ছপটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, দেবহাটা গ্রামের শামছুর রহমানের ছেলে বাবু ইছামতি নদীতে জাল ফেলে। সে শুক্রবার সকালে তার জালটি বসন্তপুর শ্লুইচ গেটের পাশে ফেলে রাখে। পরে দুপুরের দিকে যেয়ে দেখে তার জালে এই কচ্ছপটি আটকে আছে। পরে স্থানীয়দের সাহার্য্যে ইছামতি নদীর শ্লুইচ গেটের পাশ থেকে বাবুর ফেলা জালটি কচ্ছপটিকে উপরে উঠানো হয় ।
স্থানীয়রা এই কচ্ছপটি দেখে কাটা কচ্ছপ ও ওজন আনুমানিক ৩০ কেজির মতো হবে বলে অভিহিত করেছেন। শুক্রবার বিকালে বাবু কচ্ছপটিকে বিক্রয়ের জন্য বাজারে নিয়ে গেছে বলে জানা গেছে। তবে কচ্ছপটি মারা যাওয়ার কারনে শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি বিক্রয় করা সম্ভব হয়নি। যার কারনে বাবু কচ্ছপটিকে বাড়িতে নিয়ে গেছে বলে জানা গেছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.