বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ২টি ও কুলিয়া ইউনিয়নের ২টি মোট ৪টি গ্রামকে অপুষ্টিমুক্ত গ্রাম ঘোষনা করা হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে ও সুশীলনের আয়োজনে খেজুরবাড়িয়া ও ছোটশান্তা গ্রামকে অপুষ্টিমুক্ত গ্রাম ঘোষণা করেন ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, খেজুরবাড়িয়া গ্রামের ভিডিসির সাধারন সম্পাদক আনিসুল ইসলাম সনি, সদস্য শুভজিৎ মন্ডলসহ শিক্ষক, সাংবাদিক ও শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
একই সময়ে কুলিয়া ইউনিয়নের নূনেখোলা ও শ্যামনগর গ্রামকে অপুষ্টিমুক্ত ঘোষনা করা হয়।
বুধবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় টিকেট প্রাইমারি স্কুল মাঠে এক অনুষ্ঠানে উক্ত গ্রাম ২টিকে অপুষ্টিমুক্ত গ্রাম ঘোষণা করেন ১ নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এএইচআই আসাদুল হক, সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের মনিটরিং স্পেশালিস্ট শরিফুজ্জামান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জিএম তারেক মনোয়ার, কুলিয়া পিএফ এর সিডিও আকরাম হোসেন,এসসিপিএফ ফ্যাসিলিটেটর জয় প্রকাশসহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের ফ্যাসিলিটেটরগন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.