দেবহাটা উপজেলার পল্লীতে একটি গোয়াল ঘেরে আগুন লেগে ছয়টি গবাদি পশু যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য প্রদান করেছেন।
বুধবার দুপুর ১টার দিকে ইউএনও আগুনে পুড়ে যাওয়া ঐ পরিবারবর্গের বাড়িতে যেয়ে তাদেরকে সান্ত্বনা ও এই সাহায্য প্রদান করেন।
গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সেকেন্দারা গ্রামে আনারুল ইসলামের গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা পাশের রান্নাঘর থেকে আগুন লেগে গোয়ালে থাকা দুইটি গরু, দুইটি ছাগল ও দুইটি ভেড়া পুড়ে মারা যায়।
এই ঘটনায় ক্ষতিগ্রস্থ ঐ পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহযোগীতা প্রদান করেন। ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক ও হ্নদয় বিদারক। অসহায় ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সহযোগীতা করতে পেরে তিনি আনন্দিত বলে জানান।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.