দেবহাটায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে গাজাসহ ১ আসামী আটক হয়েছে। আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও দেবহাটা থানা পুলিশের যৌথ টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে পারুলিয়া গড়িয়াডাঙ্গা সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের পাশে জনৈক বাবু সরদারের পরিত্যক্ত চায়ের দোকানের সামনে থেকে সাতক্ষীরা সদর উপজেলার বাশদহ গ্রামের মৃত আফছার দালালের ছেলে আলাউদ্দিন দালাল (৩৬) কে ৬শত গ্রাম গাজাসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে দেবহাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬৬ (১) সারনির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৩, তাং- ১০।১০।২৫ ইং।
আটককৃত আসামীকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.