প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৪, ১২:০৪ পি.এম
দেবহাটায় ছাত্র সমাজের আয়োজনে বৈষম্যমূক্ত দেশ গঠনে আলোচনা সভা
দেবহাটায় ছাত্র সমাজের আয়োজনে বৈষম্যমূক্ত বাংলাদেশ গঠনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ আগষ্ট সকাল ১০টায় দেবহাটা সহকারী বিবিএমপি হাইস্কুল প্রাঙ্গন থেকে রেলিটি শুরু হয়ে দেবহাটা বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে। পরে স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, ভাতশালা হাইস্কুলের শিক্ষক সাইফুল ইসলাম, দেবহাটা পাটবাড়ির পুরোহিত গোপাল গোস্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিল মাহমুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে কোটা আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহত সকলের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন দেবহাটা দরগাবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান।
এসময় বিভিন্ন শিক্ষকমন্ডলী, গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.