দেবহাটায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ মার্চ সকাল ১১টায় র্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে দেবহাটা ফুটবল মাঠে শেষ হয়।
পরে এখানে ফায়ার সার্ভিসের কর্মীদের অগ্নি নির্বাপন মহড়া শেষে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম প্রমুখ।
সভায় দূর্যোগ ঝুকি মোকাবেলায় করনীয় ও স্থানীয়ভাবে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে সকলকে কাজ করার আহবান জানানো হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.