প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ২:১৮ পি.এম
দেবহাটায় জেলা প্রশাসকের মেধাবী ও দুঃস্থদের সাইকেল ও সেলাই মেশিন প্রদান
দেবহাটায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল ও দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন প্রদান করেছেন। মঙ্গলবার দুপুর ১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহম্মেদ দেবহাটার রুপসী ম্যানগ্রোভসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিদর্শনে আসেন।
জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের অফিস প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ৯জন মহিলাদের সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মেধাবী গরীব শিক্ষার্থীদেরকে বাই সাইকেল বিতরন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
এসময় উপজেলা প্রকৌশলী য্যোতি মন্ডল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, উপজেলা সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পরিদর্শনে যান।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.