দেবহাটা সদর ক্লাবের আয়োজনে ও মিডিয়া পার্টনার হিসেবে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সহযোগীতায় ডিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা ফুটবল মাঠে ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টায় লীগ পর্যায়ে ৪টি দলের অংশগ্রহণে আয়োজিত উক্ত ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি হযরত আলী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
দেবহাটা সদর ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিদ আহমেদ সিদ্দিকী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, নাংলা হাইস্কুলের শিক্ষক শহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হাই, ইউপি সদস্য কামাল হোসেন, সদর ক্লাবের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, ক্লাবের কর্মকর্তা রফিকুল ইসলাম আব্বাস, আব্দুল কাদের, রাজিব হাসান সুমন, নুরুজ্জামান হোসেন, আসাদুজ্জামান আসাদ, রবিউল ইসলাম চয়ন, মোমিনুল হক কাজল প্রমুখ।
ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করে পাটোয়ারী অরিয়ার্স ও অন্যদিকে অংশগ্রহণ করে বেলাল স্কোয়াড দেবহাটা। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সমীর কুমার পাল ও জাকির হোসেন। খেলায় পাটোয়ারী অরিয়াস বিজয়ী হয়।
খেলার অনুষ্ঠান পরিচালনা ও ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আবুল কালাম ও বিশিষ্ট ধারাভাষ্যকার ফারুক হোসেন। খেলায় স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন রাকেশ ঘোষ। শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও পুরষ্কারসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদেরকে পুরষ্কার বিতরন করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.