দেবহাটায় এক সংখ্যালঘু অসহায় পরিবারের জমি জবরদখল ও চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। দেবহাটা রিপোর্টার্স ক্লাবে শনিবার ৫ জুলাই দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সদরের বানিন্দা বলাই অধিকারীর স্ত্রী আরতি অধিকারী।
তিনি বলেন, দেবহাটা উপজেলার দেবহাটা মৌজার বিআরএস ২৭৪ নং খতিয়ানের ১৯৯৯ দাগে ৪০ শতাংশ জমি তার স্বামী বলাই অধিকারী ও ভাসুর কানাই অধিকারীর নামে রেকর্ডভুক্ত। তারা উক্ত জমিতে দীর্ঘ ৭০ বছরের বেশি পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। গত কয়েকবছর পূর্বে তার ভাসুর উনার ভাগের ২০ শতাংশ জমি অন্যত্র বিক্রয় করে দেয়। কিন্তু তারা সেখানে অদ্যবধি পরিবার নিয়ে বাস করছেন। কিন্তু গত কয়েকবছর ধরে তাদের বাড়ির পার্শ্ববর্তী মৃত সুলতান গাজীর ছেলে রবিউল গাজী তাদের উক্ত জমিটুকু অবৈধভাবে জোরপূর্বক দখল করার জন্য বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।
ইতিপূর্বে রবিউল তার ছেলে বিঞ্চু অধিকারী, বৌমা সোনালী অধিকারী ও স্বামী বলাই অধিকারীর নামে একাধিক মিথ্যা মামলা ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার পাশাপাশি বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।
তারা সংখ্যালঘু পরিবার হওয়ায় রবিউলের বিরুদ্ধে কোন কথা বলতে সাহস পাইনি। একপর্যায়ে গত কয়েকমাস পূর্বে রবিউল তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিলে তারা উপায়ন্তর না পেয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসি মহোদয়ের শরনাপন্ন হন।
পরে সরকারী সার্ভেয়ার দ্বারা জমি মাপজরিপ করা হয়। মাপজরিপে রবিউল তাদের জমির মধ্যে কোন জমি পাবেনা বলে নির্ধারন হয়। তখন এসিল্যান্ড রবিউলকে রাস্তা বন্ধ না করার নির্দেশনা দেন। কিন্তু রবিউল নিজের গায়ের জোরে প্রভাব খাটিয়ে তাদেরকে অসহায় পেয়ে গত বৃহস্পতিবার ৩ জুলাই আবারো তাদের চলাচলের রাস্তা বন্ধ করে গাছ রোপন করে।
বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা সরেজমিনে পরিদর্শন করে রবিউলকে এধরনের আইন বর্হিভূত কাজ না করার পরামর্শ দেন।
আরতী অধিকারী বলেন, উক্ত রবিউল ইসলাম ইতিপূর্বে উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হিসেবে উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে তাদের উপরে প্রভাব বিস্তার করেন। তাছাড়া রবিউল একজন ভূয়া মুক্তিযোদ্ধা। যিনি ইতিপূর্বে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের যাচাই-বাছাই কমিটির মাধ্যমে ভূয়া প্রমানিত। অথচ তিনি সরকারী ভাতা উত্তোলন, তার ছেলেকে কোটার মাধ্যমে সরকারী চাকরি প্রদান করাসহ বিভিন্ন সরকারী সুবিধা ভোগ করছেন। রবিউল এমনভাবে রাস্তাটি বন্ধ করে দিয়েছে যাতে তারা বাড়ি থেকে বের হতে এবং বাইরে থেকে বাড়িতে প্রবেশ করতে না পারেন।
আরতি অধিকারী আরো বলেন, সরকারী সার্ভেয়ার ২বার জমি মেপে সীমানা নির্ধারন করে দেয়ার পরেও রবিউল গাজী যাতায়াতের রাস্তা বন্ধ করে তাদের কাছে জোরপূর্বক ২শতক জমি দাবী করছে।
এব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.