দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জটিলরোগীদের মধ্যে অনুদানের টাকা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যান্সার, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উক্ত টাকার চেক বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৩জন রোগীকে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়। সভায় জানানো হয়, এ পর্যন্ত দেবহাটা উপজেলায় প্রায় দেড় কোটি টাকার মতো উক্ত রোগী কল্যান ট্রাস্টের টাকা বিতরন করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.