দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিককে হত্যার চেষ্টায় হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ ডুমুরিয়া প্রেসক্লাবের সকল সদস্য।
দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
উল্লেখ্য বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন এলাকায় পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়। দৈনিক জনবাণীর সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর
হামলা করেন দৃর্বৃত্তরা।
হামলায় জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান ও অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেন আহত হন। সন্ধ্যা ৬টায় তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে সম্পাদক শফিকুল ইসলামের অবস্থা গুরুতর।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.