বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স ম শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুল পরিবার।
রোববার (১০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স ম শহিদুল ইসলাম ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলের সদ্য সাবেক সভাপতি, ৯নং ব্রহ্মরাজপুর ইউপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযোদ্ধা কমান্ডার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও ফুলেল শুভেচ্ছা জানান সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা, অরুন কুমার মন্ডল, খালেদা খাতুন, কনক কুমার ঘোষ, আসমাতারা জাহান, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, মৃনাল কুমার ঘোষ, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুন্নাহার, আব্দুল্লাহ আল মামুন ও দেলওয়ার হোসেন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা স ম শহিদুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.