নওগাঁর মহাদেবপুরে আদা চাষে সফল হয়েছেন কৃষক মওলানা মো. জাকারিয়া হোসেন। অন্যান্য যেকোনো ফসলের চেয়ে আদা চাষ অধিক লাভজনক বলে জানান তিনি।
শিবরামপুর গ্রামের কৃষক আদা চাষী মওলানা জাকারিয়া হোসেন জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে গত বছর তিনি ১৩ শতক জমিতে আদা চাষ করে প্রায় ১ লক্ষ টাকা লাভ করেছেন। তিনি এবারও ১৩ শতক জমিতে আদা চাষ করেছেন। এ আদা চাষ করতে তার ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। এ পরিমাণ জমি থেকে তার ১ লক্ষ ২০ হাজার টাকার আদা বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
উপজেলা কৃষি অফিসার হোসাইন মুহাম্মদ এরশাদ বলেন, এ উপজেলায় মসলা জাতীয় ফসল আদা চাষে কৃষকদের বিভিন্ন ধরণের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আদা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.