প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ১২:২৬ পি.এম
নওগাঁ রানীনগরের নিখোঁজ যুবতীর সন্ধান ১২দিনেও মেলেনি
নওগাঁ জেলার রানীনগর উপজেলার একডালা ইউপির নারায়নপাড়া গ্রামের যুবতী নার্গিস বানুর (২৮) সন্ধান দীর্ঘ ১২ দিনেও মেলেনি। পরিবারের অভিযোগ আবাদপুকুর বাজারের এক চেম্বারে ঔষধ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছেনা।
নিখোঁজ নার্গিসের বৃদ্ধা মা বড় ভাইসহ স্বজনরা তার খোঁজ না পেয়ে কাহিল হয়ে পড়েছেন।
বড়ভাই আব্দুল জলিল প্রামানিক ছোট বোনের সন্ধান না পেয়ে পাগলের মত খুঁজে বেড়াচ্ছেন।
এব্যাপারে রানীনগর থানায় গত ৩সেপ্টেম্বর নার্গিসের বৃদ্ধা মা জরিনা বিবি একটি সাধারন ডায়েরী করেছেন। জিডি নং ১০২, তারিখ ০৩-০৯-২৪। যুবতীর স্বজন ও স্থানীয়রা জানান নার্গিস নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। এতে তাকে অপহরন করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
তারা জানান, গত ২৭ আগষ্ট বিকেলে আবাদপুকুর চারমাথা মোড়ে গ্রাম ডাক্তার এসএম শাহজাহানের চেম্বারে ঔষধ নিতে গিয়ে সে আর বাসায় ফিরেনি।
এ বিষয়ে রানীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মেহেদী মাসুদ জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জিডি করার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.