সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বল্ডফিল্ড মাঠে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় খুলনার ডুমুরিয়া ফুটবল একাদশ ও মিঠাবাড়ি বহুমুখী সংঘ।
রোমাঞ্চকর এ ম্যাচে ২–১ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে মিঠাবাড়ি বহুমুখী সংঘ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রুহুল আমিন আকাশ।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সিনিয়র কনসালটেন্ট ডা. ফখরুল আলম টিটু, ভূমি অফিসের নায়েব শেখ বাশারাত আলী, শিক্ষক আনারুল ইসলাম, আব্দুল মজিদ, মাহবুব মিলন, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন।
নগরঘাটা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক ওয়ার্ড সদস্য স.ম. হায়দার আলীর উপস্থিতিতে খেলায় সভাপতিত্ব করেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি স. ম. লিয়াকত।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড সদস্য শেখ সরোয়ার, ৫নং ওয়ার্ড সদস্য ডা. আব্দুল গফুর, আবুল কালাম আজাদ প্রমুখ।
হারুন-অর-রশিদ কলেজের প্রভাষক আতাউর রহমান আতা'র সার্বিক সহযোগিতায় খেলা পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক মো. শিমুল হোসেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সাথে আগামী বছর থেকে ৩লক্ষ টাকার খেলা পরিচালনা করা হবে বলে ঘোষণা করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.