প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ২:৫৯ পি.এম
নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
"স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টি গুণে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলুন উড়িয়ে ও র্যালির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ও র্যালির মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাই, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. জালালউদ্দীন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন, ডা. শিল্পী আক্তার, ডা. শহিদুল ইসলাম ও ডা. পলি, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.