প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৪, ৩:৩৮ পি.এম
নারায়ণগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পইন উদ্বোধন করা হয়েেেছ।
প্রতিবারের মত এবারও ৬-১১ মাসের শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাসের শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার (১ জুন) সকাল ৯টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের টিকা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পইনের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তার, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, উপজেলা মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ, ডা.মমতাজ বেগম ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ঝর্ণা রানী দাস প্রমূখ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.