নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইলিশ মাছ সংরক্ষণ অভিযানে আনুমানিক ৩০ কেজি ইলিশ মাছ জব্দ। জব্দকৃত মাছ এতিমখানা বিতরণ।
বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ'র নেতৃত্বে সদর উপজেলায় অবস্থিত বিভিন্ন মাছের বাজার ও আড়ৎ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে বাজার হতে আনুমানিক ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, মা ইলিশ রক্ষায় ০৪ অক্টোবর ২০২৫ হতে শুরু হওয়ায় এই অভিযান আগামী ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত অব্যাহত থাকবে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.