শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এক্সপ্রেসওয়েতে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি ট্রাক পুড়ে গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এতে পদ্মা সেতুতে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।
স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে নাওডোবা এলাকায় জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। তারা টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। আন্দোলনকারীরা সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আন্দোলনকারী।
তিনি আরও জানান, আটকে পড়া যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করে সকাল সাড়ে ৮টার পর থেকে সীমিত আকারে যান চলাচল শুরু হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.