প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৯:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৪, ৫:৩৬ এ.এম
পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় র্যালী , আলোচনা সভা ও চেক বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা , প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রভাষক আবু রাসেল কাগুজী ও আফজাল হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকূলে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.