প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৮:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৪, ১:৩৫ পি.এম
পাইকগাছায় জুয়াড়ির এক মাসের কারাদণ্ড
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় মনজুরুল ইসলাম (৩০) নামে এক জুয়াড়ি কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ গ্রামের মোসলেহ উদ্দিন মোড়লের ছেলে। ১২ মার্চ মঙ্গলবার গভীর রাতে এস আই অমিত দেবনাথ এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে মনজুরুল কে হাতে নাতে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা অনুযায়ী জুয়াড়ি মনজুরুল কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় পেশকার মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.