প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৪, ৩:২০ পি.এম
পাইকগাছায় দুই দিন ব্যাপি পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাইকগাছায় দুই দিন ব্যাপি পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলার পাট, বিশ^মাত “বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধনী) শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার ও মঙ্গলবার পল্লী উন্নয়ন অডিটরিয়ামে উপজেলা প্রশাসন, পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার, মুখ্য পরিদর্শক মুজিবর রহমান, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য।
দুই দিনের প্রশিক্ষণে মোট ১৫০ জন পাট চাষী অংশগ্রহণ করেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.