প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৪, ১:১৯ পি.এম
পাইকগাছা পৌরসভার ৫ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার প্রায় ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে মাথা পিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, তদারকি কর্মকর্তা উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, রবি শংকর মন্ডল, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, ইমদাদুল হক, রাফেজা খানম, আসমা আহম্মেদ, ইমরান সরদার ও প্রধান সহকারী জিয়াউর রহমান।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.