সাতক্ষীরা খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকা থেকে হাসানুর রহমান(৩০) নামে পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে তালা উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে লাশটি উদ্ধারের পর তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করে। যদিও এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নিহত পল্লীচিকিৎসক তালা উপজেলার নগরঘটনা ইউনিয়নের চকারকান্দা গ্রামের মৃত অজিয়ার সরদারের ছেলে।
তালা উপজেলার সেনাবাহিনীর দায়িত্বরত মেজর কামরুল হাসান জানান, ভোরে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয় স্থানীয় জানতা। পরে লাশ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, সকালে উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে গেছে। বিষয়টি তিনি তালা থানা পুলিশকে জানিয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.