সাতক্ষীরা পাটকেলঘাটায় ইসলামী ব্যাংকের ২৬৬তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। ২০মে মঙ্গলবার সকাল ১১টায় তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে হাজী গোলাম হোসেন মার্কেটে ইসলামী ব্যাংকের এ উপশাখা উদ্বোধন করা হয়।
ভাইস প্রেসিডেন্ট ও সাতক্ষীরা ইসলামী ব্যাংক শাখার ম্যানজার মোহাম্মদ সাদেক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী।
সাতক্ষীরা ব্রাঞ্চের প্রিন্সপাল অফিসার বেলাল হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তেলওয়াত করেন পাটকেলঘাটা আল-আমীন ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা রুহুল আমীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পাটকেলঘাটা উপশাখার ইনচার্জ হাবিবুল্লাহ। আগত অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার মাহমুদুল হক, সহকারী অধ্যাপক গাজী সুজায়েত আলী।
এছাড়া ব্যাবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, টাটা গ্রুপ কেয়ার কোম্পানি এর স্বত্বাধিকারী কেশব কুমার সাধু,পাটকেলঘাটা বাজার কমিটির সেক্রেটারি আব্দুল লতিফ বিশ্বাস, তুবা পাইপ এন্ড ফিটিংস এর স্বত্বাধিকারী মীর শাহীন, পাটকেলঘাটা থানার এস আই হাদিউর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, মোহনা টিভির প্রতিনিধি আব্দুল মতিন, তালা উপজেলা মিল মালিক সমিতির সেক্রেটারি আলহাজ ইবাদুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ীরা।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.