বন্ধুদের সাথে খেলার ছলে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে ১৫ বছরের কিশোর হোসেন আলী। বুধবার বিকাল ৫টার দিকে কপোতাক্ষ নদীর পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সে। নিখোঁজ হওয়া কিশোর সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা কুমিরা এলাকার আলতাফ হোসেনের ছেলে। এঘটনার ৩ ঘন্টা অতিবাহিত হলে খোঁজ মেলেনি তার।
স্থানীয়রা জানায়, বিকাল ৫টার দিকে কুমিরার কপোতাক্ষ নদীর ব্রিজ থেকে ৩ কিশোর পানিতে ঝাঁপ দেয়। ওই সময় ২জন কিশোর পানিতে থেকে পাড়ে উঠে আসলেও ওঠেনি হোসেন আলী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ফিরে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.