প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ১২:২০ পি.এম
পাটকেলঘাটায় দারুল ইসলাম ট্রাস্টের কমপ্লেক্স নির্মাণে প্রস্তুতি সভা
সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটায় দারুল ইসলাম ট্রাস্টের কমপ্লেক্স নির্মাণের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১ ডিসেম্বর সকাল ৭টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা আল ফারুক আদর্শ অ্যাকাডেমীর উত্তরে ট্রাস্টের জমিতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পাটকেলঘাটা দারুল ইসলাম ট্রাস্টের সভাপতি তালা কলারোয়ার সম্মানিত নমিনি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, সহকারী সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, ট্রাস্টের সদস্য বিশিষ্ট সমাজসেবক মাওলানা মফিদুল্লাহ,মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা রেজাউল করিম, নির্বাহী সদস্য অধ্যাপক ইয়াসিন আলী সরদার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মাস্টার আব্দুর রাজ্জাক, মাওলানা আমিনুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল হালিম, মাওলানা কবিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মুস্তাফিজুর রহমান, শাহ আলম, নেসারুল হক প্রমূখ।
প্রস্তুতি সভায় সকলের পরামর্শ ভিত্তিতে তিন তলা কমপ্লেক্স নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে পাটকেলঘাটাস্থ দারুল ইসলাম ট্রাস্টের জমিতে পরিদর্শন এবং প্রকৌশলীর মাধ্যমে নকশা প্রণয়ন করে দ্রুত বাস্তবায়নের ব্যাপারে জোর দেয়া হয়। পাটকেলঘাটা দারুল ইসলাম এর ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দোয়া মোনাজাতের মাধ্যমে সভা শেষ করেন এবং কমপ্লেক্স নির্মাণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.