প্রধান শিক্ষকের অপসারন সহ দূর্নীতির তদন্তের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ, শেখ মিরাজুল, শান্ত ,ইকবাল হোসেন সাগর, রাগিব আব্দুল্লাহ মুবিন, মিঠু প্রমূখ।
এসময় শিক্ষার্থীরা এক দফা এক দাবী প্রধান শিক্ষকের পদত্যাগ চাই বলে স্লোগান দিতে থাকে। এর আগে শিক্ষার্থীরা পাটকেলঘাটা ভূমি কমিশনারের কার্যলয়ে গিয়ে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনী ক্যাপ্টেন ফাইম এবং ভূমি কমিশনার প্রধান শিক্ষককে অপসারণ এবং সব দুর্নিতির তদন্ত করা হবে বলে আন্দোলনরত ছাত্রদের আশ্বাস প্রদান করলে ছাত্ররা অবরোধ তুলে নেয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা তালা সহকারী ভূমি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সুত্র জানা গেছে, আব্দুল হাই প্রধান শিক্ষক হওয়ার পরে, বিদ্যালয়ে অনিয়মিত আসা যাওয়া করেন।তিনি বিদ্যালয়ের মাঠে বালু ভরাটের নামে দুই লক্ষটাকা আত্মসাৎ করেছেন। শিক্ষকদের অনুমতি ছাড়াই খেয়াল খুশিমত টাকা উত্তোলন করেন। বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর নিয়োগে রহমত আলী ১০লক্ষ ২৫ টাকা অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া স্কুল ফান্ডের অর্ধকোটি লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বলে অভিযোগ শিক্ষকদের।
তালা উপজেলার সহকারী ভূমি কমিশনার আব্দুল আল আমিন জানান, এ ঘটনায় ৫সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়েছে। অভিযোগে অনিয়মের বিষয় গুলো খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।
এসময় সহকারী ভূমি কমিশানার আব্দুল্লাহ আল আমিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.