পাটকেলঘাটা ফ্রেন্ডস্ গ্রুপ ২০০০ সাতক্ষীরার ৭ম বার্ষিকী বন্ধু পুনর্মিলনী উদযাপন উপলক্ষে শুক্রবার (২৮জুন) সকালে স্থানীয় পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অঙ্কন প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্রেন্ডস্ গ্রুপ ২০০০ এর সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উত্তম কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাইয়ের উপস্থিতিতে অঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হয়।
এসময় পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪৭ জন, কুমিরা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯ জন, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১০ জন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন এবং জেসিএস মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের ফ্রেন্ডস্ গ্রুপ ২০০০ এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারকসহ একটি করে ফলজ ও ১টি করে বনজ চারা প্রদান করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.