গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যে ভেজাল ও নকল করার অভিযোগে (১৭ই জানুয়ারি) সোমবার সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের পিয়া এন্টার প্রাইজের সত্বাধিকারী তুলসি সাধু ও চন্দন সাধুর দোকানে অভিযান পরিচালনা করেন তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
এসময় তিনি নারিশ পোল্ট্রি ফিড এর বস্তায় আলো ফিড ভরা ও গরুর খাদ্য গমের ভুষির সাথে কাঠের গুড়া মিশানোর অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ অভিযানে বাজারের অনেক ব্যবসায়ী সন্তুষ্টি প্রকাশ করেছেন। একাধিক ব্যবসায়ীরা বলেন তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আগেও ছিল। পাশাপাশি পাটকেলঘাটা বাজারে এমন অসাধু ব্যবসায়ী যারা আছেন তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান ব্যবসায়ীরা।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.