সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মোটরদসাইকেল চোর চক্রের হোতাসহ ৪চোরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬জুলাই) রাতে থানার জুজখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হল জুজখোলা গ্রামের মৃত সালাম সরদারের ছেলে মোঃ ইব্রাহিম সরদার(৪৫), মো: গফফার সরদারের ছেলে মো: নাইম হোসেন(১৯), তৈলকুপি গ্রামের মান্নান গাজীর ছেলে আরিজুল গাজী(২২) ও নোয়াকাটি গ্রামের আসাদুল হকের ছেলে জুবায়ের আহম্মেদ জনি ওরফে রাসেল(২০)।
আটকের বিষয় নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, পাটকেলঘাটা থানা এলাকার চৌগাছা ও যুগিপুকুরিয়া গ্রাম থেকে বিগত দু-দিনে ২টা মোটরসাইকেল চুরি হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.