খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার কপোতাক্ষ হোটেলের সামনে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিল ও প্রাইভেট কার সহ একজনকে আটক করেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ঢাকা মেট্রো গ ২৪-১৪২৬ নাম্বারের প্রাইভেট কারে ৫৪৯ বোতল ফেন্সিডিল নিয়ে সাতক্ষীরার দেবহাটার চিনেডাঙ্গা গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র ড্রাইভার মেহেদী হাসান তুহিন সাতক্ষীরা খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা কপোতাক্ষ হোটেলের সামনে পৌঁছালে সেখানে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকে ওত পেতে থাকা র্যাব৬ খুলনা ডিএডি /পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম ও পাটকেলঘাটা থানা পুলিশ প্রাইভেটকারটি আটকিয়ে তল্লাশি চালায়। এসময় ফেনসিডিলসহ গাড়ি ড্রাইভারকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । যার নং - ৭ । তারিখ ২০/৮/০২৫।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.