সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্তে ও সর্বস্তরের শান্তিকামি ছাত্র-জনতাকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শুক্রবার (৯ই আগষ্ট) বিকালে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মুফতি মনিরুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশে শিক্ষার্থী নাজমুল হুসাইন, মনিরুল ইসলাম মনি, মুহাম্মাদুল্লাহ, আব্দুল্লাহ, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, সাধারণ সম্পাদক আবির হাসান, বিশিষ্ট ব্যবসায়ী পূলক পাল, মাওলানা আব্দুল হালিম, কেশব সাধু, তালা উপজেলা জামাতের আমীর মাওলানা মফিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয়, ব্যবসায়ী, ছাত্র ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা এসময় এলাকায় দুর্বিত্তরা যেন লুটপাট, অগ্নিসংযোগ, হামলা চালাতে না পারে সেদিকে সবার সজাগ থাকার আহবান জানান।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.