সাতক্ষীরা সদর উপজেলরার ব্রহ্মরাজপুর বাজারে পিওর ক্রপস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান পিসিএল এগ্রো ইন্ডাস্ট্রিজের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কোম্পানির সাউথ রিজিওনাল অফিস ব্রহ্মরাজপুর বাজারে ৪ আগষ্ট সোমবার অনুষ্ঠিত হয়।
পিওর ক্রপস লিমিটেড এর চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ এর সভাপতিত্বে ও পিওর ক্রপস লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার মো ইউনুস আলীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সাতক্ষীরার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, যুগ্ম আহবায়ক অধ্যাপক মহিদার রহমান,সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল ট্রাইব্যুনালের বিশেষ পিপি শেখ আলমগীর আশরাফ,সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মো: আব্দুল ওহাব,দৈনিক সাতক্ষীরার সকালের বিশেষ প্রতিনিধি শামীম রেজা ও সাংবাদিক ইমরান হোসেন।
দোয়া অনুষ্ঠানের মাঝে পিওর ক্রপস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ উপস্থিত দুজন পরিবেশক মাহের রেজা ও আতিকুল ইসলামের হাতে বিশেষ উপহার তুলে দেন। অনুষ্ঠানে পিওর ক্রপস লিমিটেডের সমস্ত কর্মকর্তা কর্মচারী ও সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.