আইটি: পিসিতে র্যামের তুলনায় বেশি পরিমাণ কাজ করলে তা হ্যাং করে। পিসিতে র্যামের পরিমাণ কম; কিন্তু বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে হ্যাং তো হবেই। পিসির কানেকশন ও প্রসেসরের সংযোগ ঠিকমতো না হলে বারবার একই সমস্যা হতে পারে। যদি বারবার হ্যাং হয়, তাহলে কুলিং ফ্যানটা দেখতে হবে ঠিকমতো কাজ করছে কিনা। আবার হার্ডডিস্কে ব্যাড সেক্টর থাকলে বা অন্য কোনো হার্ডওয়্যারে ত্রæটি থাকলে, অপারেটিং সিস্টেমে ত্রæটি থাকলে অর্থাৎ কোনো সিস্টেম ফাইল ডিলিট হয়ে যাওয়াকে বোঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে। পিসির ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সাধারণত হ্যাং হতে পারে। যার কারণে পিসি বেশি হ্যাং হয়। ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে নিষ্ক্রিয় করে। পিসিতে ভালো মানের অ্যান্টিভাইরাস রাখা শ্রেয়। উচ্চ গ্রাফিক্সের গেম চালালে তখন র্যাম সম্পূর্ণ লোড হয়। ফলে হ্যাং হওয়ার ঝুঁকি বাড়ে। পিসির সব ফাইল এলোমেলোভাবে সাজানো থাকা অনুচিত। সমস্যা ছোটখাটো হলে মাঝেমধ্যে রিফ্রেশ করলে হ্যাং ভাব কেটে যায়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.