বিদেশ : দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে, তার দল আম আদমি পার্টির (এএপি) বিধায়কদের অর্থের বিনিময়ে কিনে নিতে চেয়েছিল বিজেপি। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি দল সেই অভিযোগ সম্পর্কিত নোটিশ দিতে শনিবার কেওরিওয়ালের বাড়িতে উপস্থিত হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবাদনে এই তথ্য পাওয়া গেছে। ক্রাইম ব্রাঞ্চের দল গতকালও কেজরিওয়াল এবং দিল্লীর মন্ত্রী অতীশির বাড়িতে নোটিশ দিতে গিয়েছিল। কেজরিওয়ালের বাড়ির কর্মকর্তারা অবশ্য নোটিশ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং অতীশি বাড়িতে ছিলেন না। সূত্র জানায়, ক্রাইম ব্রাঞ্চ ব্যক্তিগতভাবে কেজরিওয়ালের কাছে নোটিশটি হস্তান্তর করতে চায়। দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা বলেন, আমরা বলেছিলাম কেজরিওয়াল মিথ্যা অভিযোগ করছেন। কেজরিওয়ালের মিথ্যার পিছনের সত্য এখন উন্মোচিত হতে চলেছে। তিনি মিথ্যা বলে তদন্ত থেকে পালিয়ে যেতে পারবেন না। দিল্লি বিজেপি দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগ দায়ের করে বলেছে, এএপির অভিযোগ গুরুতর।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.