বিদেশ : ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের একটি রেল স্টেশনে ছুরিকাঘাতে তিন জন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাজধানীর গারে দে লিয়ন রেল স্টেশনে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গারে দে লিয়ন রেল স্টেশনে ছুরিকাঘাতকারীর সন্দেহভাজন ব্যক্তির গ্রেপ্তারের বিষয়ে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন সেই আক্রমণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীদের শারীরিক অবস্থা বর্ণনা করে পুলিশ বলেছে, ছুরিকাঘাতে আহত তিন ব্যক্তির মধ্যে দুইজন অপেক্ষাকৃত কম আঘাত পেয়েছেন। কিন্তু তৃতীয় ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তবে আশঙ্কামুক্ত আছেন। পুলিশ জানিয়েছে, আক্রমণকারী কেন আক্রমণ করেছেন তা এখনও জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে কোম্পানি এসএনসিএফ-র পরিচালক বলেন, হল এক ও তিনের মধ্যবর্তী এলাকাটিতে প্রবেশাধিকার বন্ধ রয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.