সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ বলেছেন, মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে আমরা সিদ্ধান্ত নিলাম সাতক্ষীরার প্রতিটি প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি কর্মচারী ও কর্মকর্তাদের ডোপ টেস্ট করা হবে। তাহলেই মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস সফল হবে।
বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আমরা বসে থাকতে আসিনি। আর জীবনটা বসে থাকার জন্য না, কাজ করার জন্য। শুধু টাকার জন্য চাকরি করলে হবে না, ভালো কাজ করতে হবে। আপনারা প্রতিটি সরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের সব কর্মীর ডোপ টেস্ট করাবেন। প্রতিষ্ঠানগুলো টেস্ট করে আমাকে রিপোর্ট দেবেন।
আলোচনাসভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পরিবার ও সমাজের সকলকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। আলোআনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন আ. সালাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং কুইজের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.