প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ৯:১৭ এ.এম
প্রিয় শিক্ষক
তুমি পারবে, তুমি পারবে
আত্মবিশ্বাস জাগিয়ে তোলা,
এমন শিক্ষকের সান্নিধ্যে আমার
নতুন জীবনের পথচলা।
স্বপ্ন দেখা, এগিয়ে যাওয়া
অসম্ভবকে সম্ভব করা,
শিক্ষাগুরুর আশীর্বাদে
এই জীবনের ভীত গড়া।
মানবতা,উদারতা
প্রিয় শিক্ষকের বিশালতা,
সুশিক্ষা, সত্যনিষ্ঠা
সর্বজনে পেল আস্থা।
পরীক্ষা কেন্দ্রে ভীষণ জ্বরে
ছাত্র আমি পর্যুদস্ত,
শিক্ষক মাথায় হাত বুলালো
মুক্ত আমি জ্বরগ্রস্ত।
প্রিয় শিক্ষক নেই ভুবনে
আছেন তিনি এ হৃদয়ে,
জীবন যতদিন থাকবে বহমান
কখনো তার কীর্তি করবনা ম্লান।
(মোরেলগঞ্জ উপজেলার কুহারদাহ আর,এ,এম মাধ্যমিক বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব মো.মুজিবুর রহমান স্যারকে উদ্দেশ্য করে আমার এ কবিতাটি লেখা।)
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.