বরিশালের বাবুগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারানোর পর গত ১২ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছিলেন সাইদুল ইসলাম মামুন (৩৮)। তবে দীর্ঘ এ বন্দিজীবনের অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁদপাশা ইউনিয়নের আইচার হাওলা গ্রামে মামুনের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন ও খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও। এর আগে সোমবার অফিস কক্ষে বসে চিকিৎসা সহায়তার চেক মামুনের মা সোনাবান বেগমের হাতে তুলে দেন তিনি।
ইউএনও বলেন, গণমাধ্যমে সংবাদ দেখে বিষয়টি জানতে পারি। ইতোমধ্যে তার চিকিৎসার জন্য নগদ অর্থসহ ৫০ কেজি চাল দেয়া হয়েছে। ধাপে ধাপে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে।
পরিবার জানায়, প্রায় ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন মামুন। তবে বাড়তি নিরাপত্তার কারণে গত ১২ বছর ধরে তাকে শিকলবন্দি করে রেখেছিল পরিবার।
গ্রামবাসী ও পরিবার আশা করছে, প্রশাসনের সহায়তা ও চিকিৎসায় আবারও স্বাভাবিক জীবনে ফিরবে মামুন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.