ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট মডেল ধানা পুলিশের উপজেলার সিংগাতী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুপ রায়, এএসআই মো. শামীম হোসেনসহ পুলিশের একটি দল ফকিরহাট ইউনিয়নের সিংগাতী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদের শরীর তল্লাশী করে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন উপজেলার রামপাল উপজেলার পার গোবিন্দপুর গ্রামের মো. আজিম হাওলাদারের ছেলে মো. নাজমুল হাসান (২৭) এবং ফকিরহাটের ব্রাহ্মনরাকদিয়া গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে শেখ শরিফুল ইসলাম।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ইয়াবাসহ ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.