প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৩:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৪, ১:২৯ পি.এম
ফকিরহাটে জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, প্রাণী সম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সভায় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। #
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.