ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. শাওন দাস, মেডিকেল অফিসার ডা. রুলিয়া আফরোজ প্রমূখ। এসময় বিভিন্ন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.