বগুড়া জেলার দুপচাঁচিয়ায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গতকাল সোমবার রাতে বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ফিরোজ প্রামানিক (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার রাতে বিজিবিও-৩১৪ সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল উপজেলার তালোড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি, দুপচাঁচিয়া থানা পুলিশ, বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকসহ কইল চকপাড়ার কোরবান আলীর বাড়িতে অভিযান চালায়।
বিজিবি ও পুলিশের উপস্থিতি টের পেয়ে কইল চকপাড়া গ্রামের মৃত ছুনু প্রামানিকের ছেলে ফিরোজ পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নাম ঠিকানাসহ তার হেফাজতে থাকা কষ্টি পাথর সাদৃশ্য কালো রংয়ের বিষ্ণু মূর্তি থাকার কথা স্বীকার করে। পরে ৩৫ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ্য কালো রংয়ের বিষ্ণু মূর্তিটি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মূর্তির মুল্য ৩৫ লাখ টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির হাবিলদার আসাদুজ্জামান বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার থানা অফিসার ইনচার্জ ওসি ফরিদুল ইসলাম মামলা জানান গ্রেফতারকৃত আসামিকে গত মঙ্গলবার (২২ অক্টোবর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.